আকাশ-জমীনের দুদোল্যমানত

সাহিত্য, 24 July 2021, 535 বার পড়া হয়েছে,

আকাশ-জমীনের দুদোল্যমানত

রেহানা রশীদ ঝুনু

মেঘ হয়ে কি ছুঁতে পারবো তোমায়?
সেতো তুমি থাকো দৃষ্টির সীমায়
সরাব হয়ে আকাশের মেঘ হয়ে নাকি সবুজ প্রান্তর হয়ে অপেক্ষা করবো
কখন তুমি আসবে।। সেতো তুমি থাকো দৃষ্টির সীমায়

সরাব হয়ে আকাশের মেঘ হয়ে আমি তো ভাসি
দূরের ঠিকানায়… কখনো নিছক অজানায়…

আকাশ ও জমীনের বিজনে এই যে সীমাহীন
ফারাক
শূন্যতার এই যে ধূ ধূ ব্যাবধান শো শো বাতাসই কেবল তার দিয়েছে পূর্ণতা
তুমি কি তাহলে বাতাস!
মৌসুমীপনায় ছুঁয়ে দাও আমার মরুময় তপ্ততায়
কখনো শৈত্য প্রবাহের কাঁপুনীতে
কখনো বা বাসন্তিক পেলবতায়!
তোমার অস্তিত্ব জানিয়ে দাও আমার নিগূঢ় বাতায়নে – এবং নিঃশ্বাসের উঠানামায়।

আমিই কেবল বেঘোরে হারাই সময় – বুঝা না বুঝার দুদোল্যমানতায়।

ঝুনু- ২৫/০৭/২১ ইং