আগামী বৈ শা খে -সৈয়দ নজরুল ইসলাম

সাহিত্য, 24 January 2022, 362 বার পড়া হয়েছে,

মাস্ক তোমাকে মানায় ভালো
তোমাকে অন্তত ত্রিশ বছর কমিয়ে দেয়
মাস্ক পরে এসো।

তিনটি বৈশাখ গেল
বৃষ্টিতে ভেজা হলো না আমাদের।
আগামী বৈশাখে এসো
চোখে কাজল দিয়ে লাল টিপ পরে এসো।

আগামী বৈশাখে উন্মুক্ত উদ্যানে
বৃষ্টিতে ভিজবো দুজনে,
বৈশাখী ঢলে পুটি মাছ যেমন রঙিন শাড়ি পরে
তেমনি রাঙিয়ে দেবো তোমাকে আদর করে।

১৯ শে জানুয়ারি,২০২২ খ্রিষ্টাব্দ
বুধবার, রাত ৯:৪০ মিনিট।