গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1172129 বার পড়া হয়েছে,
আমি বিজয় দেখেছি
-সৈয়দ নজরুল ইসলাম
বিজয় আমার প্রতিটি শিরায় শিরায়
আমি পরাজয় মানি নাকো কভু।
জামাত-শিবির যুদ্ধাপরাধীদের মুখে দেই থুতু
স্বৈরাচারের দোসরদের আমি করি পদদলিত।
আমি পরাজয় মানি নাকো কভু
মিথ্যাবাদীদের আমি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি।
আমি বিজয় দেখেছি
আমি পরাজয় মানি নাকো কভু…।