গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1166391 বার পড়া হয়েছে,
দাাওয়াত দিও বন্ধু
– ‘আজীজা সোপান’
দাাওয়াত দিও বন্ধু
তোমার গ্রামে যামু
নাড়ার নীচে ধান কুড়াইয়া
মুড়িমুরকি কিনমু।
দাওয়াত দিও বন্ধু
আল্লা পাজুন হাতে নিয়া
একদিনের কিষানী হমু
ক্ষেত নিরানি মই বাওনি
সবই আমি করমু্।
দাওয়াত দিও বন্ধু
গরু জোয়াল কান্দে দিয়া
ধান মাজাইয়া
চার চিক্কা চূলার মইধ্যে
বড় বড় ডেকচির দিয়া
ধান সিদ্ধ করমু।
সে ধান রোদে শুকাইয়া
লেচা লাগাইয়া গোলার মাঝে তুলমু
দাওয়াত দিও বন্ধু
একদিনের জন্য তোমার বাড়িতে
আমি কিষানী সাজমু।