
গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1280557 বার পড়া হয়েছে,
বাংলা একাডেমি মানে
–নুসরাত জাহান জেরিন
বাংলা একাডেমি মানে,
কবি আর কবিতার মিলন মেলা
বাংলা একাডেমি মানে,
সাহিত্যচর্চায় উজ্জীবিত হওয়া।
বাংলা একাডেমি মানে,
নব উন্মাদনায় যেন সৃষ্টিশীলতা।
বাংলা একাডেমি মানে,
কবি মনে জাগ্রত সুপ্ত প্রভিতা।
বাংলা একাডেমি মানে,
ইতিহাস ঐতিহ্যের নানা নিদর্শনা
বাংলা একাডেমি মানে,
মহামনীষীদের অজানা কথা।
বাংলা একাডেমি মানে,
মনোবলে অদম্য সাহসিকতা।
বাংলা একাডেমি মানে,
কবির কলমে সুন্দরের সংজ্ঞা।
বাংলা একাডেমি মানে,
সংস্কৃতি লালনে কলমে শুদ্ধতা।
বাংলা একাডেমি মানে,
কাব্য কথায় আনে নতুন মাত্রা।
রচনাকালঃ ২০-১১-২০২০ইং
বাংলা একাডেমি প্রাঙ্গণে!