স্বপ্নাঞ্জলী -রেহানা রশীদ (ঝুনু)

সাহিত্য, 14 July 2021, 570 বার পড়া হয়েছে,

স্বপ্নাঞ্জলী
রেহানা রশীদ (ঝুনু)

ক্যালেন্ডারের এক একটা পাতা উল্টে,
তো পাল্টে যায় জীবন,
জীবনের লক্ষ্য, জীবনের মানে।

কৈশোরে যে স্বপ্ন নিয়ে জীবনের শুরু
তা মুছে যায় অল্পদিনেই জীবনের বাস্তবতায়।

প্রিয় মুখ হারিয়ে যায় ভীড়ের গহীনে
শখগুলি মাটিচাপা পড়ে।
যেমনটা বড় হলে পরে হারিয়ে যায়
শখের পুতুল খেলার বাক্স।

কিন্তু স্বপ্ন দেখা থেমে যায় না…
স্বপ্নহীন হয়ে বেঁচে থাকা যায় না।
স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে।
হোক সে স্বপ্ন ক্ষুদ্রাতিক্ষুদ্র আর ভঙ্গুর।

স্বপ্নের সাথে আমূল ভিন্ন জীবন নিয়েও আমরা বেঁচে থাকি,
সুখে থাকি কিংবা সুখে থাকার অভিনয় করি।
আবার স্বপ্ন দেখি…
ধীরে ধীরে আমরা স্বপ্নভঙ্গ জীবনে অভ্যস্ত হয়ে পড়ি
অতীত স্মৃতি আমাদের আর ভাবায় না।
দু’চোখ জুড়ে থাকে ভবিষ্যতের স্বপ্ন।
স্বপ্ন দেখা থেমে যায় না…

এক থেকে দুই হই, দুই থেকে তিন, চার
এভাবে জীবনের ব্যাপ্তি বাড়ে,
বাড়ে স্বপ্ন।
আসলে স্বপ্নটুকুই আমাদের জীবন
বাকীটা বাস্তবতা।