প্রিয় এম ওয়াই আলাউদ্দিন এর জন্মদিনে -হাজী মোহাম্মদ মোছা, মদীনা প্রবাসী

সাহিত্য, 23 December 2021, 366 বার পড়া হয়েছে,

খোলা আকাশে মেঘেদের দলে
হারিয়ে যেতে মন আজ ব্যাকুল
ভালো লাগায় ভরে আছে মনপ্রাণ
রঙধনুর সাত রঙের মাঝে নিজেকে
খুঁজে পাওয়ার আনন্দে বিভোর মন।
মনের জানালা খুলে মুগ্ধ নয়নে
বসে আছি তোমার আসার পথ চেয়ে।

কে যেন রঙিন ঘুড়ি ওড়িয়েছে আকাশের গায়ে
মন ফিরে গেলো স্মৃতির অতলে ,
কত না স্বপ্ন রঙিন ছবি এঁকে যাই মন জুড়ে।
মন কি চায় বোঝা বড় দায়,
কখনো কোলাহলে ডুবে যেতে চায়
কখনো ভালো লাগে শান্ত পরিবেশ।
তোমার প্রেমের মুখরতায় ভিজে মন
শীতের কুয়াশাভেজা শিউলির মায়ায়।

কখনো সাগরের গভীরতায় ভালোবাসা খুঁজি
কখনো ঢেউয়ের উত্তাল তরঙ্গে দুলে উঠি।
মন বড়ই অবাধ্য বড় চঞ্চল
কৈশোর ,যৌবনের ভাবাবেগ তাড়িত করে মনকে
ইচ্ছে করে সব নিজের করে আগলে রাখি,
মনের এমনিই অবাধ্যতার কাছে
বাস্তবতার কঠিন রূপ ও হার মানে মাঝে মাঝে।
ঝরা পাতা নয় , সতেজ গোলাপের মালা গেঁথে
পড়াতে মন চায় সকল দুঃখের অবসানে।
শুভ জন্মদিন গুনীমানুষ।

– অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন