গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1172043 বার পড়া হয়েছে,
জীবনের কাছে এক অনন্ত জিজ্ঞাসা,
কি চেয়েছিলাম, কি তুমি দিয়েছ আমায়?
অনেক সত্যের সামনে নতজানু আমি
এক অব্যক্ত প্রেমের কাছে রয়ে গেল তিক্ত গভীর ছলনা,
তবু তো হৃদয় আজো খুঁজে ফিরে নিরব গভীর প্রণয়।
অনেক ন্যায় -নীতি কথার ভিড়ে দিকভ্রান্ত আমি
তবু,দৃপ্ত পায়ে সোজা হাঁটি।
চড়াই- উৎরাইয়ের বন্ধুর পথ ধরে
কে, কি ভাবে দেখে সে তাদের নিজেদের অভিমত।
আমার চারধারে, অনুভবে শুধু জোছনা স্নাত এক অলৌকিক রাত।
আমার ভেতর শুয়ে আছে এক জল টলমল দিঘি।
সে দিঘিতে ফুটে শাপলা, পদ্ম, কমল – কামিনী।
চারিদিকে সহস্র পদ্মরেণু উড়ে উড়ে যায়,
কখনো বা নিজের অব্যক্ত বোবা কান্না ছড়িয়ে পড়ে নোনতা হাওয়ায়।
রাতের গভীরে এই কান্না আরো তীক্ষ্ণ করুণ হয়ে ভেসে বেড়ায় অন্ধকারে,
কান্নার উৎস খুঁজতে গিয়ে দেখি,
কান্না তার নিজের ভেতর ই সন্তর্পণে
ফুঁপিয়ে কাঁদছে।