সরাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া, 8 June 2023, 92 বার পড়া হয়েছে,
মো. রুবেল মিয়া : মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ স্লোগানকে সামনে রেখে সরাইলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই জুন, বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ সরওয়ার উদ্দীন।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া, মেডিকেল অফিসার ডা: শাহাদাৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদ খালিদ জামিল খান,  সরাইল সরকারি কলেজ এর অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সেলিনা আক্তার রুজি, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান প্রমূখ।