পঁচিশ বছর পরে -শামীম আহমেদ

সাহিত্য, 24 October 2021, 475 বার পড়া হয়েছে,

পঁচিশ বছর পরে

শামীম আহমেদ

হুট তোলা রিকশায়
হাতে হাত রেখে
তোমাকে নিয়ে ফের ঘুরতে চাই
কোন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায়

পঁচিশ বছর আগের সব জমানো গল্প
সুখ-দুঃখ আর কতো না স্মৃতি
টিনশেটের সেই ক্লাসরুমে
করেছি কতোনা খুনসুটি

একছাতা আর দুজনে
হেঁটেছি কতো সেই মেঠোপথে
কৃষ্ণচূড়া আর কদম তলায়
কতো না চিটি চালাচালি

কখনো চোখের জলে, কখনো অভিমানে
দিয়েছো বিদায় সব শেষ বলে
প্রায়ই তো নিয়েছো বিদায় আবার এসেছো ফিরে
শেষবার নিয়েছো বিদায়, ফিরেছো পঁচিশ বছর পরে….