৩২ জন নদীর জমি ভরাটকারীর বিরুদ্ধে মামলা দায়ের

ব্রাহ্মণবাড়িয়া, 6 November 2024, 18 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী ও সংযুক্ত খাল ভরাটের অপরাধে ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর ৩২ জন নদীর জমি ভরাটকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর সরাইলের আরুয়াইল বাজার সংলগ্ন তিতাস নদী ও সংযুক্ত খাল ভরাটের অপরাধে সরাইল থানায় বাংলাদেশ এনভাইরেনমেটাল লইয়ার্স এসোসিয়েশন  (বলা) এর অভিযাগের প্রক্ষিতে পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মাঃ রাখিবুল হাসান বাদী হয়ে ৩২ জন নদীর জমি ভরাটকারীর বিরুদ্ধে কর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশাধিত ২০১০) এর ৬(ঙ)ধারা অনুযায়ী মামলা দায়ের করেন। মামলাটি সরাইল থানায় ০৪/১১/২০২৪ তারিখ রেকর্ডভূক্ত করা হয়।
পরিবশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া জানান, পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে তার কার্যালয় জিরো টলারেন্স নীতি অনুসরন করেন এবং জলাধার ভরাটসহ সকল প্রকার দূষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ পদেক্ষপ গ্রহণ তিনি সর্বদা তৎপর রয়েছেন।
তিনি আরও জানান, এরূপ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।