কবির কলমের অভিষেক ও সাহিত্যসভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 13 November 2021, 350 বার পড়া হয়েছে,
মো. আশিকুর রহমান: কবি ও কবিতা বিষয়ক সংগঠন “কবির কলম”এর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও সাহিত্যসভা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার এর সভাপতি, কবি ও কথাসাহিত্যিক আমির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গকথার সম্পাদক কবি এম এ হানিফ।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আহমেদ সাজন এর পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম শ্রাবণ, সহ-সভাপতি কাজী জহির আহমেদ, জুবায়ের রহমান অন্তর, সিরাজাম মুনিরা শশী, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন ইকরাম, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শরীফ সরকার, তাহমিদ অনি নিলয়, দপ্তর সম্পাদক মোঃ ফাহিম আহমেদ, প্রচার সম্পাদক মোঃ আশিকুর রহমান, সদস্য গোলাম মোহাম্মদ মোস্তফা।
সভায় অতিথিগণ ফুল দিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেন। সভায় কবিগণ স্বরচিত কবিতা পাঠ ও সাংগঠনিক বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন। সভায় নতুন দপ্তর সম্পাদকে প্রতিকীভাবে অফিসিয়াল কাগজপত্র হস্তান্তর করা হয়।
সভায় সংগঠনের সহ-সভাপতি কাজী জহির আহমেদ এর স্ত্রী লতিফা আক্তার কলি আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত হওয়ায় সংগঠনের পক্ষে ফুল শুভেচ্ছা জানানো হয়। সভাশেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়।