ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেনে মিললো অজ্ঞাত নারীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া, 13 January 2022, 471 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত ড্রেন থেকে অজ্ঞাত (৪০) এক নারীর অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পচে বিকৃত হয়ে যাওয়ায় মরদেহটি শনাক্ত না করা গেলেও, মরদেহটি নারীর বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা শহরের মর্ডান প্যাথলজি ক্লিনিক ও মডেল গার্লস হাই স্কুলের পেছনের একটি পরিত্যক্ত ড্রেনে পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে। পচে বিকৃত হয়ে যাওয়ায় মরদেহটি শনাক্ত করা যায়নি তবে বুঝা যাচ্ছে এটা কোনো নারীর।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের গলিত মরদেহটি উদ্ধার করেছি। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।