মর্নিং সান কিন্ডারগার্টেন আহরন্দের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 7 March 2024, 145 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের অন্তর্গত মর্নিং সান কিন্ডারগার্টেন আহরন্দের বার্ষিক ক্রীড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) স্কুলটির পরিচালক আরিফ শাহ এর উপস্হাপনায় ও হযরত শাহ পীর কল্লা শহীদ (রঃ) আলিয়া মাদ্রাসা খরমপুড় আখাউড়ার মুদাররিস মোহাম্মদ ওয়ালীউর রহমান নিজামীর সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই ই মার্চ উপলক্ষে অনুষ্ঠিত হওয়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক মোঃ হারুন অর রশিদ,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন ও জুনিয়র হাইস্কুলের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন, বাসুদেব ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ সেলিম ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মোঃ জহিরুল ইসলাম,বাসুদেব ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার আঞ্জুমান আরা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রাজ্জাক প্রমুখ ছাড়াও বিভিন্ন প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দিনের কর্মসূচি অনুযায়ী দুপুর ২ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে প্রথমে অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে ও ব্যাজ পড়িধান করিয়ে বিশেষ সম্মান জানানো হয়। পাশাপাশি স্কুলের স্কাউট দলের সদস্যদের মাধ্যমে বিশেষ সম্মান ও অভিবাদন জানানো হয়।

পরবর্তীতে স্কুলের ছেলে মেয়েরা কবিতা আবৃতি, নাচ ও গানসহ বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে ও অতিথিদের সামনে পারফরমেন্স করে আগত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে তোলে। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে প্রতিবছরের ন্যায় মর্নিং সান কিন্ডারগার্টেন স্কুল তারা তাদের এতো সুন্দর আয়োজন অব্যাহত রাখায় স্কুলের পরিচালকসহ সকল স্যার ও ম্যাডামদের প্রতি ধন্যবাদ জানান। একাধিক ছাত্র-ছাত্রীর টেলেন্টপুলে বৃত্তি পাওয়া নিয়ে তারা বলেন, স্কুলের ছেলে মেয়েদের লেখা পড়ার পাশাপাশি ভালো রেজাল্ট,এতো সুন্দর সাংস্কৃতিক চর্চা সত্যিই প্রশংসার দাবীদার । তারা স্কুলের সকল ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠার আহ্বান জানান। স্কুলটির পরিচালক আরিফ শাহ তার বক্তব্যে স্কুলে আগত সকল অতিথি ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের আগমনে আমরা সত্যিই ধন্য। আশা করি আমরা আপনাদের সুন্দর পরামর্শে আগামী দিনে অত্র স্কুলের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান বৃদ্ধি সহ আরো বেশি উপযোগী ভূমিকা রাখতে পারব।তিনি এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে শেষ দিকে আগত অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেস্ট,স্কুল শিক্ষকদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।