ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সরাইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 22 August 2023, 244 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : সদ্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সরাইলে আনন্দ মিছিল ও পথসভা করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে উপজেলা বিএনপির উদ্যোগে সরাইল – নাসিরনগর -লাখাই আঞ্চলিক মহাসড়কের সরাইল সদরের উচালিয়াপাড়া মোড় এলাকায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শেষে উচালিয়াপাড়া মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মো. নুরুজ্জামান লস্কর তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব মো. নুর আলম মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মশিউর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান (পলাশ), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মীর ওয়ালিদ প্রমুখ।

এছাড়াও উক্ত আনন্দ মিছিল ও পথসভায় উপজেলার সকল ইউনিয়নের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করায় দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানান বক্তারা।