শিক্ষক হেনস্তা ও হত্যায় দোষীদের শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া, 1 July 2022, 204 বার পড়া হয়েছে,

জুয়েল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে : অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা ও শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (১জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর।

কবি মনিরুল ইসলাম শ্রাবনের সঞ্চালনায় জোটের সদস্য সচিব সঞ্জিব ভট্টাচার্য্য স্বাগত বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের জেলা সহ-সভাপতি ডা. অরুণাভ পোদ্দার, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমির সভাপতি মনিরুজ্জামান শিপু, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের রেজা ই রাব্বি, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।