কসবার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নির্বাচিত যারা

ব্রাহ্মণবাড়িয়া, 31 January 2022, 424 বার পড়া হয়েছে,

শেখ মো. কামাল উদ্দিন, কসবা সংবাদদাতা: ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাতটি ইউনিয়নে গতকাল সোমবার (৩১ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোট হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। দলীয় প্রতীক ছাড়া এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাতটি ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা- মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন মোর্শেদ টেলিফোন প্রতীকে ৫ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব আবদুল আওয়াল চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৩৮২।

বাদৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে শিপন আহাম্মদ ভূইয়া ৪ হাজার ৭৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব হয়েছেন বর্তমান চেয়ারম্যান আবু জামাল খান। তিনি পেয়েছেন ৪ হাজার ১৩১ ভোট।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান ভুইয়া। তিনি টেবিল ফ্যান প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬ হাজার ৬৮। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বর্তমান চেয়ারম্যান অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩১১ ভোট।

বিনাউটি ইউনিয়ন পরিষদে ঘোড়া প্রতীক নিয়ে ৬ হাজার ৬৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে মো. বেদন খান নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব মো. তসলিমুল ইসলাম চৌধুরী দিপু মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৬০৩ ভোট।

কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ ৩ হাজার ৮৯৭ ভোট পেয়ে অটোরিক্সা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. মানিক মিয়া। তাঁর নিকতম প্রতিদ্ব›িদ্ব উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু ইউসুফ ভূইয়া পেয়েছেন ১ হাজার ৯১২ ভোট।

কাইমপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ১০ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে ইকতিয়ার আলম রনি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ভূইয়া। তিনি পেয়েছেন ৫ হাজার ২১০ ভোট।

বায়েক ইউনিয়নের চেয়ারম্যান পদে অটোরিক্সা প্রতীক নিয়ে ৬ হাজার ৩৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. বিল্লাল হোসেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব বর্তমান চেয়ারম্যান চশমা প্রতীক নিয়ে ৪ হাজার ৮৭৯ ভোট।