আখাউড়ায় ভারতীয় নাগরিকসহ লাগেজ পার্টির ৫সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 26 October 2022, 89 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আবারো তৎপর হয়ে উঠেছে লাগেজ পার্টি। বন্দরের কাস্টমস থেকে পার পেয়ে গেলেও লাগেজ পার্টির পাঁচ সদস্য ধরা পড়েছে র‌্যাবের হাতে। এর মধ্যে চারজন ভারতীয় নাগরিক। তাদের কাছ থেকে ৫৫০০ পিস ভারতীয় অন্তর্বাস, ১২০ পিস ভারতীয় থ্রি পিস, চার বোতল হুইস্কি, দুই বোতল বিয়ার উদ্ধার করা হয়।

জব্দ করা হয় পাচার কাজে ব্যবহার করা গাড়ি ও ভারতীয় নাগরিকদের চারটি পাসপোর্ট।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-ভারতের কলকাতার নারকেলডাঙ্গার আমানত হুসাইন (৫২), একই এলাকার আকিল আহমেদ (৪৫), মো. আদিল (২৫), কেশব চন্দ্র সেন রোডের মো. তৌফিক আনসারী (২৮) ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দিয়ারার বাবুল মিয়ার ছেলে মো. স্বপন (৩০)। বুধবার দুপুরে তাদের ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র ও সরেজমিনে ঘুরে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে আখাউড়া স্থলবন্দরকে ব্যবহার করে প্রতিদিন বিপুল পরিমাণ ভারতীয় পোশাক আনছে।

স্থানীয় ভাষায় তাদের ‘লাগেজ পার্টি’ বলা হয়। ওই পার্টির কাজ হচ্ছে পাসপোর্টের মাধ্যমে বৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে আসা। এ সময় তারা সংশ্লিষ্টদের ম্যানেজ করে ভারতীয় পোশাক নিয়ে আসে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আখাউড়া উপজেলার ধরখার এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক উদ্ধার করা হয়। ওই গাড়িতে থাকা ভারতীয় নাগরিকরা জানায়, তারা বিভিন্ন কায়দা অবলম্বন করে এসব পোশাক নিয়ে এসেছে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, ওই ভারতীয় নাগরিকরা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের কাছে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক পাওয়ার ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।