গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1176620 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই নারীর বয়স ষাটোর্ধ্ব হবে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছেন।
রোববার সকালে আখাউড়া-চট্টগ্রাম রেলপথের নয়াদিল সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ওই বৃদ্ধা আখাউড়া রেল সেকশনের নয়াদিল সিগন্যাল এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধার মরদেহ রেল পুলিশের হেফাজতে রয়েছে। পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ।