বিজয়নগরে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া, 26 January 2022, 331 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫০ কেজি গাঁজা’সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বুধবার ভোরে অভিযানে মাদকসহ আটকৃতরা হলেন, ১। আবু ছালেক(২৪), ২। শফিকুল(২৪), ৩। মোঃ সোহেল মিয়া(২৩)। এরা সবাই জেলার বিজয়নগরে উপজেলার বাসিন্দা।
র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাও এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি  গাঁজা ও পাচারের কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দসহ মাদক বিক্রয়ের নগদ ৯০০০/ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।