নবীগরে কিল-ঘুসিতে চাচাতো ভাইকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া, 16 August 2022, 157 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় চাচাতো ভাইয়ের কিল-ঘুসিতে আবুল খায়ের মিয়া (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে কুড়িঘর বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের আবুল কালামের ছেলে খায়ের মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই মন্নাফ মিয়ার ছেলে রফিক মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তার জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। সোমবার সকালে কুড়িঘর বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

কথা কাটাকাটির একপর্যায়ে রফিক মিয়া আবুল খায়েরকে কিল-ঘুসি দেয়। কিল-ঘুসিতে আবুল খায়ের আহত হলে পল্লী চিকৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ সংক্রান্ত অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।