গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1122929 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সোমবার (১ আগস্ট) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনার ঘটে। নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র্র বসু জানান, সোমবার বিকাল ৫ টার দিকে ইসলামপুর পুলিশ ফাঁড়ির দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারে কাজ চলছে।