কসবায় আজিজিয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া, 30 December 2021, 403 বার পড়া হয়েছে,
শেখ মো. কামাল উদ্দিন,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : কসবায় আজিজিয়া প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
আজিজিয়া প্রি-ক্যাডেট স্কুলের উপদেষ্টামন্ডলীর সভাপতি আবদুল করিম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন, সরকারি আদর্শ মহাবিদ্যালয়, সৈয়দাবাদ এর প্রভাষক মো. বাছির মিয়া, কসবা পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার মো. ফুরকান উদ্দিন, গোপীনাথপুর ইউপি সদস্য মো. ফজলুল রহমান, উপদেষ্টামন্ডলীর সদস্য মো. আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন, প্রতাষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. শামসুল আলম। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালক মো. গোলাম কিবরিয়া।
আজিজিয়া প্রি-ক্যাডেট স্কুলের প্লে গ্রæপ থেকে প ম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় দশম স্থান পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সালাহ উদ্দিন ও মো. ইসহাক আহমেদ।