ব্রাহ্মণবাড়িয়ায় ইউপির মহিলা সদস্যের বিষপানে আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া, 13 March 2022, 209 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিষপানে লাকী বেগম (৩৫) নামে এক ইউপি মহিলা সদস্য আত্মহত্যা করে বলে জানা যায়। শনিবার সন্ধ্যায় উপজেলার  ফরদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহম্মেদ বলেন, লাকী ফরদাবাদ ইউনিয়নের ৪, ৫, ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ছিলেন। সন্ধ্যায় কেরি বড়ি খাওয়ার পর সে বমি করলে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্রেক্স নিয়ে আসলে সেখানে সে মারা যায়।

ওসি আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও ঋণগ্রস্ত থাকার কারণে সে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।