সরাইলে তিতাস নদীতে অজ্ঞাত ব্যাক্তির ভাসমান লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 6 May 2022, 223 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নদীর শাহবাজপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির আনুমানিক ৩৫ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। জেলেরা মাছ ধরতে গিয়ে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ওই ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।