সরাইলের নোয়াগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 30 July 2023, 170 বার পড়া হয়েছে,

মো. রুবেল মিয়া : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকালে নোয়াগাও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নোয়াগাও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আমিন খান।

সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মো. হোসেন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মো. বাবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড. লোকমান হোসেন, এতে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য পায়েল হোসেন মৃধা, নোয়াগাও ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম সফিক মুন্সী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফ উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহ্বায়ক শেখ মো. রাজিবুর রহমান, যুগ্ম- আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম- আহ্বায়ক মো. সোহাগ মৈশান, যুগ্ম-আহ্বায়াক সাদ্দাম হোসেন প্রমুখ।

এছাড়াও সম্মেলনে নোয়াগাও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরেে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আমিন খানের সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ নোয়াগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৮ সদস্যের নতুন কমিটির নামের তালিকা প্রকাশ করেন। উক্ত কমিটিতে সভাপতি পদে মো. লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম সিপাহী, সহ-সভাপতি পদে মো. আজমল খা, রাসেল মিয়া, হোসাইন মো. শেখ ফয়সাল, সাধারন সম্পাদক পদে মো. নাজমুল খান, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মো. মোখলেছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে জামির খা কে নির্বাচিত করা হয়েছে।