মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-আখাউড়া) সংসদীয় আসনে নিজেকে প্রার্থী ঘোষণা করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন চেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্যডাক্তার আশীষ চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে নিজের প্রার্থীতা ঘোষনা করেন।
এসময় ডাক্তার আশীষ কুমার চক্রবর্তী বলেন, ২০০২ সালে মিশন হাসপাতালে কাজ করার সময় থেকেই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সহ জনকল্যাণমূলক কর্মকান্ডে ব্যাপকভাবে জড়িয়ে পড়ি। বর্তমানে আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য, ঢাকাস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়ার ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকাস্থ সরাইল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সহ বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ব্যাপকভাবে কাজ করে আসছি।
ব্রাহ্মণবাড়িয়ার মৌলবাদী তান্ডব ও রক্তচক্ষু কে উপেক্ষা করে বিজয়ের ৪০ বছর পূর্তিতে বিজয়ানন্দ এবং বৈশাখী সংগীত উৎসব সহ সর্বশেষ ঢাকার বাইরে প্রথমবারের মতো ৭ই মার্চের জয় বাংলা কনসার্ট ছিল দেশের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার আরেক বিপ্লব, সেগুলোর প্রত্যেকটিতেই নেতৃত্ব দিয়েছি আমি। সেইসাথে সরাইলে দীর্ঘদিন ধরে সরাইল কলেজ মাঠে বৈশাখী সংগীত উৎসব সহ একাধিক উৎসব এই এলাকার মানুষকে সাংস্কৃতিক বলয়ে আবদ্ধ করেছে বারবার। আপনারা জানেন যে শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে আমি কাজ করে আসছি।
গত ১০ বছর ধরে আমার বাড়ি সরাইলে উদযাপিত হয়ে আসছে আমার প্রয়াত বাবার নামে শিক্ষাবৃত্তি – আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষা বৃত্তি। বৃত্তিটি এই অঞ্চলের – ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি গভীর মনোযোগী হতে উৎসাহিত করেছে। এই বৃত্তিতে প্রতিবছর সরাইল ও আশুগঞ্জের সেরা স্কুলগুলির ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের এককালীন ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট ও আর্থিক প্রণোদনা দেয়া হয় এবং সরকারের শীর্ষস্থানীয় কোন ব্যক্তিবর্গের কাছ থেকে পুরস্কার দিয়ে থাকে যা শিশুর মেধাবিকাশে এগিয়ে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে দুর্যোগে দুঃসময়ে বিভিন্ন সময়ে বিশেষায়িত ফ্রি
মেডিকেল ক্যাম্পের আয়োজনে হাজার হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছি আমি এবং আমার প্রতিষ্ঠান ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
এছাড়াও বিভিন্ন মানব কল্যানমূলক কাজের কথা উল্লেখ করেন ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশা করেন। এসময় সরাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, সরাইলের ত্রিতাল সংগঠনের সঞ্জিব দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।