ব্রাহ্মণবাড়িয়ায় আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগল আটক, যুবককে কুপিয়ে রক্তাক্ত

ব্রাহ্মণবাড়িয়া, 17 July 2022, 248 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিক-প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলায় আমানুল্লাহ (৩৪) নামের এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকায় এই ঘটনা ঘটে। আহত আমানুল্লাহ ওই এলাকার হাজী আয়াত আলীর ছেলে। তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত আমানুল্লাহ’র ছোট ভাই এমদাদ উল্লাহ অভিযোগ করে বলেন, বেলা আড়াইটার দিকে এলাকার একটি পরিত্যক্ত বিল্ডিয়ের ছাদে স্থানীয় হাফেজ জয়নালের ছেলে মোহাম্মদ জুবায়েরকে একটি মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এলাকাবাসী। এসময় তারা জানায় দুজন প্রেমিক-প্রেমিকা। এলাকার গণ্যমান্যদের উপস্থিততে দুইজনকে বুঝিয়ে ছেলেটিকে বাড়িতে চলে যেতে বলা হয় এবং মেয়েটিকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দিতে আমার বড় ভাই আমানুল্লাহকে দায়িত্ব দেয় উপস্থিত এলাকাবাসী। মেয়েটিকে বাড়িতে পৌঁছে দিয়ে আমার ভাই জুবায়েরদের বাড়ির সামনে দিয়ে ফিরছিলেন। এসময় জুবায়ের তার লোকজন নিয়ে আমার ভাইয়ের পেছন দিক দিয়ে হামলা করে। হামলার প্রথমেই তাকে রাম দা দিয়ে মাথা কুপ দিলে সে মাটিতে লুটিয়ে পরে। মাটিতে লুটিয়ে পড়ার পর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেলে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ যায়। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত আছে। -(সরোদ)