সরাইলে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 24 February 2022, 265 বার পড়া হয়েছে,

মোঃ রুবেল মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাকির হোসেন(৩২) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন তিনি সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর (মুন্সিহাটি) গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা ৩ঃ ১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ফায়জুর রহমান নেতৃত্বে সরাইল থানাধীন শাহবাজপুর মুন্সিহাটি গ্রামের মোঃ জাকির হোসেনের শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় জাকির হোসেন কে গ্রেফতার করা হয়।

সরাইল থানার এসআই মোঃ ফায়জুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে জাকির হোসেন কে গ্রেফতার করেন। তিনি আরও জানান, জাকির হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ইতিপূর্বেও তাকে একাধিকবার মাদক সহ গ্রেফতার হয়েছে।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসলাম হোসেন গণমাধ্যম কে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।