সাম্রাজ্যবাদীদের শুনিয়ে দাও একটি প্রেমের কবিতা
প্রেমহীনতায় তাদের বুক ভরে গেছে ঘৃণায়।
যুদ্ধবাজদের শুনিয়ে দাও একটি ভালোবাসার গান
যার শূন্যতায় তাদের হৃদয় দখল করেছে
ট্যাঙ্ক, কামান, যুদ্ধ বিমান, রকেট, মিসাইল।
দখলবাজদের একগুচ্ছ শিমুল, সোনালু, অঞ্জন,
নীল নন্দন, জোনাকি, চন্দ্রপ্রভা, কুঞ্জলতা
কিংবা বাগান বিলাস উপহার দাও।
ফুলের গন্ধ শুনতে পায় না বলে ওরা
বারুদের পোড়া গন্ধকে আপন করে নিয়েছে।
ময়না, শ্যামা, কোকিল, বাসন্তি বাউড়ি, টুনটুনি
বা হলদে পাখির গান শোনাও
রক্ত নেশা পাগল সৈনিকদের।
কেননা ওরা ভুলে গেছে সুরের মূর্ছনা।
বাজিয়েছে তাই যুদ্ধের দামামা।
নিষ্পাপ শিশুর কান্নায় যাদের হৃদয় গলায় না।
তাদের নির্লোভ, নির্ভেজাল হাসি
যাদের প্রাণ আন্দোলিত করে না।
তাদের নিয়ে এসো এই চিরোসবুজ বাংলায়।
হয়তো রুপময় বাংলার অপরুপ প্রকৃতি দেখে
তাদের বিধ্বংসী মনোভাবের পরিবর্তন হবে।
নিপারের দুই তীরে আজ যুদ্ধের বিভিষীকা
সেরিটস, লিবিডের জল আর লাল না হোক
একাত্তুরের পদ্মা, মেঘনা, যমুনার মতো।
ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক।
মনিরুল ইসলাম শ্রাবণ
২৭ ফেব্রুয়ারি ২০২২