গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1172075 বার পড়া হয়েছে,
আমি শালা কবি
—সৈয়দ নজরুল ইসলাম।
“সব শালা কবি হতে চায়,
পিঁপড়েরা গোদরেছে ধরেছে
ক্ষমতায় ক্ষমতায় বসতে চায়”
তুমি শালা কবি, ভেবেছিলে
তুমি স্বীকৃতি দিলে বুঝি,
আমি শালা হবো কবি।
বৈধ ক্ষমতার দম্ভে,
তুমি শালা ঘুরে বেরিয়েছো
হয়েছিলে কবি।
দেখো শালা, এখন কে দেয় কাকে স্বীকৃতি
ফুল নিয়ে এসো না, তোমাকে দেব না স্বীকৃতি
আমি শালা কবি।
বিদায় শুভ সন্ধ্যা দিলাম শালা
সন্ধ্যামালতীর শুভ সন্ধ্যা,
বহুবিধ ঔষধি গুণ রয়েছে সন্ধ্যামালতীর…
১৭ কার্তিক,১৪২৮। মঙ্গলবার। ব্রাহ্মণবাড়িয়া থেকে, সন্ধ্যা: ০৭.১৫ মিনিট।