ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দেওয়ার অভিযোগে ১০জনকে বিভিন্ন মেয়াদে সাজা

ব্রাহ্মণবাড়িয়া, 7 January 2024, 28 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুই যুবককে আটক করে দুই বছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

৭ জানুয়ারি, রবিবার দুপুরে জাল ভোট দেওয়ার সময় পুলিশ তাদেরকে থেকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই বছর করে সাজা দেয়।

এদিকে কেন্দ্রের সামনে জড়ো হওয়ার বহিরাগত লোকজনকে আইনশৃংখলা বাহিনী ধাওয়া করে তাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম শেখ জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাল ভোট দেওয়ায় অভিযোগে শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক দুই যুবককে দুই বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।

এছাড়া জেলার বিভিন্ন আসনে আরো ৮জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।