ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 27 July 2021, 468 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আমির উদ্দিন নামে এক আসামির মৃত্যু হয়েছে।হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসারত অবস্হায় মৃত্যুবরণ করেন। সে নারায়ণগঞ্জের  রূপগঞ্জ উপজেলার কফিল উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে আমির উদ্দিন বুকে ব্যথা অনুভব করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাঝরাতে মারা যান।
তিনি আরও বলেন, বুধবার বেলা ৩ টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০২০সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন।