জ্যৈষ্ঠ মাসের ফল – বোরহান উদ্দিন (পায়েল)

সাহিত্য, 3 June 2022, 295 বার পড়া হয়েছে,

মুখরোচক মিষ্টি মধুর জ্যৈষ্ঠমাস
গাছে গাছে অমৃত রসের নির্যাস।
মন মাতানো স্বাদ আর ঘ্রাণ
ভারী মজা,খেয়ে তৃপ্ত মণ প্রাণ।
টক মিষ্টি বিভিন্ন স্বাদের আম,
গাছ ভেদে কত ধরণের নাম।

তরমুজ ফলে স্বাদে থাকে ভরপুর
লিচু ছোট,তবে রসে টইটম্বুর।
এই মাসেই জাতীয় ফল কাঁঠাল
আরো আছে ডেউয়া,লটকন,তাল।
বেতের বাহারি ব্যবহার জানে সবাই
জ্যৈষ্ঠ মাসেই বেত ফল, নিরালায়।

ভিতরটা রক্তাক্ত, বাহিরটা কালো
জাম ফল, খেতে খুবই ভালো।
গাব, জামরুল আর আতা ফল,
কাউ,শরীফা,কত নামের ফল।
গাছে বেল,মৌসুম আনারসের
মৌ মৌ ঘ্রাণ,মাস হলো রসের।