নিরাভরণ লাজ -সৈয়দ নজরুল ইসলাম

সাহিত্য, 6 November 2021, 472 বার পড়া হয়েছে,

নিরাভরণ লাজ
সৈয়দ নজরুল ইসলাম

তুমি ঝিনুকের মত
গোপনে মুখ খোলা প্রকাশ্যে লুকাও,
এক বিন্দু জলে মুক্তা ফলাও
নিরাভরণ দেহে লজ্জা লুকাও করতলে।

এসো এসো হে প্রিয়, এসো হে সখি
চুম্বনে চুম্বনে পোহাবো রজনী
নাইব তোমারে চুম্বন রসে।
দাও হে ঈশ্বর, অমন একটি রজনী
হয় যেন সহস্রাধিক একটি রজনী।
ওম শান্তি, শান্তি শান্তি, ওম শান্তি…

ব্রাহ্মণবাড়িয়া থেকে।
২১ কার্তিক,১৪২৮। রোজ: শনিবার।
সময়: রাত ১০.৪৫ মিনিট।