ভেজা চোখ -সানিয়া ইসলাম

সাহিত্য, 8 January 2022, 395 বার পড়া হয়েছে,

ভেজা চোখ বার বার ফিরে আসে জীবনের রঙ মহলে যেন এর জন্ম বারংবার ইতিহাসের পাতা ঘাটলে চোখে পড়ে শত শত দুমরে মুচরে পড়া ভেজা চোখেদের।।

চোখে আগুন,হৃদয়ে অগ্নিগিরি তবু চোখের জলে সব দামাচাপা চলেছে,, কালে কালে আর কত চলবে এই দামা চাপা রাত্রির কালোতে!!

এবার না হয় জাগো, জেগে উঠ আলোতে আগুন জালো ঐ অন্ধকার কে নিপাত করার জলে উঠ তুমি, ঐ অন্ধকার ভেদ করে পৃথিবীর আলোয়;

আমি টের পাই,তাইতো বলি, রাত্রিকে ছাড়ো জেগে উঠ দিনের আলোয় আলোকিত হয়ে; এবার না হয়, ঐ ভেজা চোখ নিপাত যাক ঘুমোট অন্ধকার আলোয় পরিপূর্ণ হোক। আমি টের পাই, তাইতো বলি, রাত্রিকে ছাড়ো তবেই ভেজা চোখ ঠিকই আলো খোঁজে পাবে।