নাসিরনগরে সম্প্রীতি সভা ও শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 20 November 2023, 63 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : সোমবার ২০ নভেম্বর সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর প্রেস ক্লাবে শারদীয়া নবপত্রিকা’র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শারদ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শারদীয়া নবপত্রিকা’র সম্পাদক প্রসন্ন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন যুগান্তর পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মনির হোসেন, এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন  স্বপ্নেরযাত্রা মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সায়মন ওবায়েদ শাকিল, সংগঠনের সদস্য শরীফ হোসাইন, রাকিব মিয়া,জুনায়েদ আহমেদ, হামিদ মিয়া, রবিন মিয়া, নয়ন দাস প্রমুখ।অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ নাসিরনগর উপজেলার সম্প্রীতি তোলে ধরেন শারদীয়া দুর্গোৎসবের। পাশাপাশি স্বপ্নের যাত্রা মানব কল্যাণ সংগঠনের বিভিন্ন কার্যক্রমের মানুষের কল্যাণে অবদানের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে শারদীয় দুর্গোৎসবে বস্ত্র বিতরণ মানুষের মাঝে। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে শারদীয়া নবপত্রিকা শারদ সম্মাননা প্রধান অতিথিসহ অন্যান্যরা সায়মন ওবায়েদ শাকিলকের হাতে তোলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজ্জাদুর রহমান মেহেদী।