ব্রাহ্মণবাড়িয়ায় গরুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষে যুবক নিহত 

ব্রাহ্মণবাড়িয়া, 27 June 2023, 237 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় গরুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রায়হান হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী।

সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর বিসিক শিল্পনগরীর সামনে সোমবার (২৭ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান হোসেন জেলা শহরের পৈরতলা এলাকার ঝলক মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার রাতে ওই এলাকায় গরুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী আহত হয়। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এর মধ্যে রায়হান আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকূল চন্দ্র বিশ্বাস জানান, রাতে ট্রাকের ধাক্কায় আহত তিনজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। পরে ঢাকায় নেওয়ার পথে একজন মারা গেছেন।