ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও লরীর সংঘর্ষে নিহত ২, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া, 8 April 2025, 11 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও লরীর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৪ জন সিএনজি যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা- সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার নবীনগর উপজেলার নজরদৌলত এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর এলাকার ঈদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।
আহতরা হল, সিএনজি চালক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও খোকন মিয়া। হতাহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মোজাফফর হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে একটা সিএনজি চালিত অটোরিকশা করে ৫ জন যাত্রীসহ ৬ জন চিনাইর এলাকার টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা একটি লরীর সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় ৬ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মিয়া ও রফিকুল ইসলাম মারা যায়। তিনি আরো বলেন, এই ঘটনায় সিএনজিটি আটক করা হলেও অজ্ঞাত লরীটিকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।