ব্রাহ্মণবাড়িয়ায় কন্টেইনার ট্রেন লাইনচ্যুতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া, 19 November 2023, 61 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী কন্টেইনার ট্রেন লাইনচ্যুতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ঢাকাস্থ রেলওয়ে’র সহকারি পরিবহন কর্মকর্তা মো. সাজিদুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
রোববার বেলা পৌনে তিনটার দিকে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করতে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন।
ঘটনাস্থলে তদন্ত কমিটির প্রধান সহকারি পরিবহন কর্মকর্তা মো. সাজিদুল ইসলাম বলেন, ‘আমরা সবেমাত্র ঘটনাস্থলে আসলাম। আমরা দেখবো আমাদের কি ত্রুটি রয়েছে এবং তা বোঝার চেষ্টা করবো। বিষয়গুলো অবজার্ব করবো এবং সেগুলোর রিডিং নিবো। এগুলো নেওয়ার পরে মূলত জানা যাবে কি কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে।