ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 16 May 2022, 277 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় একাধিক মামলায় এজাহারভুক্ত আসামী ওয়ারেসুল ইসলাম প্রকাশ ওয়ারেস (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  এর আগে, রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের কাজিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়ারেস ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে।

থানা সূত্রে জানা যায়, ২০২১ সালে মার্চে ব্রাহ্মণবাড়িয়া শহরে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তাণ্ডব চালিয়ে সরকারী অফিস আদালত, গুরুত্বপূর্ণ স্থাপনা ভাংচুর, অগ্নিসংযোগ ও অবরোধ করে। এসব ঘটনায় ওয়ারেসুল ইসলাম প্রকাশ ওয়ারেস সরাসরি জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে সে শহর ২নং পুলিশ ফাঁড়িতে হামলা-ভাংচুর এবং থানা ব্রিজ এলাকায় তাণ্ডবের মামলা অন্যতম আসামী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, হেফাজতে তাণ্ডবের ঘটনায় ওয়ারেসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। (সরোদ)