ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া, 23 July 2022, 122 বার পড়া হয়েছে,

জাকারিয়া জাকির : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ফিতা কেটে ১০দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত উপ-পরিচালক সুশান্ত সাহা ও জেলা সহকারী বন সংরক্ষক ফাহিম মাসউদ।

মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে ২০ স্টল বসেছে।