মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো বিদ্যাকূট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান। শনিবার (২২ জুন) দিনভর স্কুলের মাঠে অনুষ্ঠিত এ আনন্দ আয়োজনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। বিদ্যাকূট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি উৎসব উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও নভোএয়ারের চেয়ারম্যান ফয়জুর রহমান বাদল।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যাকূট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষের স্মারক হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানকে ঘিরে দিনভর মিলন মেলা বসে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের। এর মধ্যে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে বিদ্যালয়ে অধ্যয়নকালের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাজিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সোনাহর আলী ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর ফরহাদ শামীম প্রমুখ। পরে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।