যারা সংবিধান মানে না তারা বাংলাদেশের নাগরিক না: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া, 14 July 2023, 79 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : সরকার পতনে বিএনপির একদফা ঘোষণার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না, নাগরিক পরিচয় দেওয়াটা তাদের জন্য সঠিক নয়।

শুক্রবার সকালে তার সংসদীয় এলাকা আখাউড়ায় আসলে রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারেন। তবে তারা যাই বলুক আমরা কিন্তু বাংলাদেশের সংবিধান মেনে চলছি। তার কারণ, একাত্তরের ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা পেয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ সংবিধান উপহার দিয়েছেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে এ দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। আমরা তার সেই নির্দেশনা মেনে শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনযোগে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছলে আখাউড়া ও কসবা উপজেলার দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি সড়কপথে তার নির্বাচনি এলাকা কসবা উপজেলায় চলে যান। বিকালে আন্তঃনগর মহানগর গোধূলি ট্রেনযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে মন্ত্রীর।