ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 14 December 2023, 81 বার পড়া হয়েছে,
মোঃ নিয়ামুল ইসলাম আকন্ঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিনটি পালনে বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর)  সকালে শহরের কাউতলীতে সৌধ হিরন্ময় চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল শ্রদ্ধা জানান, স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও দিনটি পালনে বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচী পালন করছে।