গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1168286 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইফরাত ভুইয়া (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। ইফরাত ওই এলাকার ভুইয়া বাড়ির হাকিম ভুইয়ার ছেলে। সে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র ছিলো।
ইফরাতের পরিবারের সদস্যরা জানান, ইফরাত বাড়ির পাশে পেয়ারা গাছের ডাল কাটতে ওঠে। এ সময় অসাবধানতাবশত পাশের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে সে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।