ব্রাহ্মণবাড়িয়া ২নং ওয়ার্ড পৌর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 24 June 2022, 185 বার পড়া হয়েছে,

তৃণমূলে দলীয় নেতৃত্ব সুসংগঠিত ও বেগবান করার লক্ষ্যে হাজী আ. রউফ ভূইয়া (শানু)কে সভাপতি ও হাজী শেখ মো. আক্কাস’কে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক নজির উদ্দিন আহমেদ ও সদস্য সচিব মিজানুর রহমান ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।

পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জসিম উদ্দিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে মো. মাহবুব মিয়া’কে সিনিয়র সহ-সভাপতি, মো. আখতারুজ্জামান’কে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মো. এনায়েতুল্লাহ (হিমন)’কে  সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ নবগঠিত এই কমিটি সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে দলকে আরও সুসংগঠিত করবে বলে আশা প্রকাশ করেন।