কসবায় রোভার- স্কাউটস’র ডে-ক্যাম্প ও হাইকিং অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 18 August 2022, 229 বার পড়া হয়েছে,
শেখ মো. কামাল উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়ার কসবা : পৌরসদরের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমাম মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে রোভার-স্কাউটস’র ডে-ক্যাম্প ও হাইকিং অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট  কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজে সকাল ১০টায় আলোচনা সভা এবং হাইকিং এর মাধ্যমে ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠানে হাইকিংসহ কুইজ প্রতিযোগিতা, মিউজিক পিলো, হাড়ি ভাঙ্গা, কিমস গেইমসহ বিভিন্ন ইভেন্টসে ক্যাম্পে আগত স্কাউট ও গার্ল-ইন স্কাউটরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহকারী কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমাম মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক মো. জয়নাল আবেদীন সি এ এল টি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আলমগীর ওসমান ভূইয়া, প্রভাষক মো.মিজানুর রহমান, কসবা টি, আলী বিশ্ববিদ্যালয় কলেজ, বাংলাদেশ স্কাউটস এর এ.এল.টি মোহাম্মদ মহসিন সুমন, প্রত্যাশা মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ রাসেল মিয়া,  সম্পাদক সোহাস চৌধুরী প্রমুখ। ক্যাম্পে ৫৫ জন স্কাউট এবং ১০ জন ভলান্টিয়ার অংশগ্রহণ করে। বিকাল ৩টায় ডে-ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টসে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন৷