গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 6 July 2022, 115 বার পড়া হয়েছে,
আজ সারাদিন ব্যাপী বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নাজির মিয়া ও তার সহধর্মিণী, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা কন্যা রোমা আক্তারের উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেন। পর্যায়ক্রমে উপজেলার ১৩ টি ইউনিয়নের মোট  ৬/৭শত গরীব পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হবে।
ঈদ উপহার বিতরণের সময়  উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক, সাবেক ইউ.পি চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ নুরে আলম, প্রবীণ আওয়ামীলীগ নেতা এম. এ কাশেম, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মোঃ তারেক, গোকর্ণ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি এডভোকেট মিজানুল হক, আনোয়ার হোসেন, আতিক রেজা, জেরিন আক্তার, দিয়ারিশ মিয়া, মোঃ রুবেল সহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।