গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1118632 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পোশাক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে ১৮জন গ্রাম পুলিশকে সাইকেল এবং ৪০ জন গ্রাম পুলিশ নতুন পোশাক দেওয়া হয়।
পুরুষদেরকে ২টি শার্ট, ২টি প্যান্ট, এক জোড়া জুতা, মোজা, বেইছ, বেল্ট এবং মহিলা গ্রাম পুলিশকে ২টি শাড়ি, ব্লাউজ, জুতা, মোজা, বেইছ ও বেল্ট দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকিদেরকেও সাইকেল দেওয়া হবে।
পোশাক এবং বাইকেলের যত্ন নেওয়ারও পরামর্শ দেন বক্তারা।